রুহুল আমিন: শীতের রিক্ততা দূর করে বসন্ত আগমন। প্রকৃতি তার যৌবন উন্মাদনা ফিরে পাওয়ার ন্যায় ক্যাম্পাসেও নবীনদের আগমনে তার যৌবনের উদ্দীপনা ফিরে পেয়েছে। বসন্ত যেমন ভ্রমরের গুঞ্জন আর ককিলের কুহূতানে মুখরিত হয় ক্যাম্পাসও তেমনি নবীনদের দ্বারা মুখরিত হয়েছে। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে সকল শিক্ষার্থীর স্বপ্ন থাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি আসন নিশ্চিত করা। অনেকে নিজেদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হতে পেরে উচ্ছ্বসিত। সব বাধা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ মানে অন্যরকম অনুভূতি ও নতুনত্বের হাতছানি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অনুভূতি ও আশা আকাঙ্খা তুলে ধরেছেন বিশ্ববদ্যালয় শিক্ষার্থী রুহুল আমিন।
আমার কাছে মানব জীবন স্বপ্নময়, বিশাল স্বপ্নের সম্ভার। তেমনি শিক্ষা জীবনের অন্যতম স্বপ্ন হলো একটি সুন্দর বিশ্ববিদ্যালয়। উচ্চমাধ্যমিকের স্তর শুরু হওয়ার পরেই এই বিশ্ববিদ্যালয়ের সুপ্ত বীজ থেকে অঙ্কুরিত হয়ে তার শাখা প্রশাখা মেলে বেশ স্বচ্ছ ও গাঢ় হয়ে উঠতে থাকে। এমন বিজ আমার মনেও বোপন করেছিলাম। আলহামদুলিল্লাহ আজ আমি গর্বিত ইবিয়ান। আমার এই স্বপ্নের ক্যাম্পাস স্বাধীন বাংলাদেশের প্রথম ১৭৫ একরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। আমি সেই সোনালী দিনের স্বপ্ন দেখি যেদিন আমার ইবি শুধু দেশ সেরা নয়, বিশ্ব মঞ্চে মাথা তুলে দাঁড়াবে। আমি সেই সোনালী দিনের সাক্ষী হতে চাই। আমি আমার ক্যাম্পাসে স্বপ্নীল হিসেবে আলোকিত হতে চাই। স্বপ্ন ঘেরা এই ইবিতে সর্বোচ্চটা যেন দিতে পারি এই আমার প্রত্যাশা।
তৌহিদুল ইসলাম তামিম
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।
আমি ফাইরুজ ফারিহা ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিবিএ মার্কেটিং এ ভর্তি হয়েছি। দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের সর্বোচ্চ এই বিদ্যাপীঠে ভর্তি হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এটি যা কুষ্টিয়া-খুলনা মহাসড়কের পাশে নিবিড় পল্লীতে গড়ে উঠেছে। ভালবাসা, আবেগ ও গভীর অনুভবের এই ক্যাম্পাস আমাকে মুগ্ধ করেছে। প্রবেশ পথে বঙ্গবন্ধু ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ দেখে উল্লসিত হই। একটু এগিয়ে গেলেই চোখে পড়ে সবুজের উত্তরীয় ঘেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় বড় স্থাপনা। শীতের কুয়াশায় ভেজা অবারিত বিশাল প্রাঙ্গণ। চারদিকে বাহারি ফুলের সমারোহ, চোখ জুড়ানো সারি সারি সবুজ বৃক্ষ যেন সৌন্দর্যের লীলাভূমি। সব মিলিয়ে এ যেন এক স্বপ্নপুরী। এই শান্ত, সুন্দর, অবারিত ক্যাম্পাস পেয়ে আমি মুগ্ধ। এখানকার সৌন্দর্য সত্যি অসাধারণ যা প্রকাশের প্রকৃত ভাষা আমার জানা নেই। এখানে লেখাপড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত।
ফাইরুজ ফারিহা
শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।
আমার স্বপ্ন পূরণে সহায়ক হবে ইসলামী বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। আলহামদুলিল্লাহ আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেই আমি অনুভব করি এক অন্যরকম অনুভূতি। আশা করি এই বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের মতোই হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণীজন পড়ালেখা করেছেন। আমিও চাই আমার পরবর্তী সময় গুলো এখানে থেকে ভালো কাটুক, আমার বিশ্ববিদ্যালয়, আমার আবেগ আর ভালোবাসা। আমিও চাই সবার মতো অনেক ভাল কিছু আমার বিশ্ববিদ্যালয়কে দিয়ে যেতে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে অনেকেই তাদের গন্তব্যে পৌছাতে পেরেছে, আর তাই আমি এই ক্যাম্পাসকে স্বপ্ন পূরণের হাতিয়ার হিসেবে দেখি। অবশেষে বলতে চাই আমার স্বপ্ন পূরণেও হাতিয়ার হিসেবে থাকবে আমার প্রাণের ক্যাম্পাস ইবি।
মো:হৃদয় হাসান আকাশ
শিক্ষার্থী, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।
আমি মৌনতা রহমান। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছি। এখানে ভর্তি হওয়ার পূর্বেই এই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নিয়ে অনেক কথা শুনেছিলাম। কিন্তু এখানে আসার পর সত্যি অভিভূত হয়েছি। সবুজে সবুজে ঘেরা এমন প্রান্ত – মৌন-সুন্দর নিরিবিলি প্রকৃতির মাঝে গড়ে উঠা এই ক্যাম্পাস যেন সবুজ লীলাভূমি। চোখ যতদূর যায় শুধুই সবুজের সমারোহ। এখন শীতকাল। সারা ক্যাম্পাস জুড়ে কুয়াশাচ্ছন্ন ঢাকা সবুজ প্রকৃতির মাঝে ছাত্র ছাত্রীদের আবাসিক হল, একাডেমিক ভবন, ভিসির বাংলো, বিভিন্ন ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় মসজিদ, সুবিশাল শহীদ মিনার সহ অন্যানা স্থাপনা গুলো নিজস্ব সৌন্দর্য ও ভাবগাম্ভীর্য নিয়ে দাড়িয়ে আছে। সারা ক্যাম্পাস জুড়ে অসংখ্য কৃষ্ণচুড়া দেখলাম। গীষ্মে যখন ফুল ফুটবে প্রানঞ্চলে ভরপুর হবে এই ক্যাম্পাস। নৈসর্গিক সৌন্দর্যের আধারখ্যাত বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে আমি গর্বিত ও উচ্ছ্বসিত।
মৌনতা রহমান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।
শিক্ষা জীবনে প্রায় প্রতিটি শিক্ষার্থীর মনেই স্বপ্ন জাগে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বাদ গ্রহণের। কিন্তু সবার কপালে কি সেটা থাকে? ভাগ্যকে মেনে নিতে হয় সকলকেই। তবে সৌভাগ্যটা তাদের যাদের সপ্ন সফল হয়েছে। সেই সৌভাগ্যের ভিড়ে আমি একজন। আমি গর্ব করে বলতে পারবো আমি ইসলামি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যেটা কিনা আমার সপ্ন ছিল। ছিল আমার বাবা মায়ের সপ্ন সেটা আমি সফল করতে পেরেছি এখনও অনেকটা পথ চলা বাকি যেটা চলতে সাহায্য করবে আমার সপ্নের ইসলামী বিশ্ববিদ্যালয়। আজ যে অনুভুতিটা আমার ভিতর কাজ করছে আগে কখনও সেটা আমি পাইনি।আজ নবীনদের নবীন রূপে গ্রহণ করা হলো যেটা শুধু নিজের সপ্ন না; দেশের সপ্ন পূরণে নতুন ভাবে অনুপ্রেরণা পেলাম। সর্বোপরি, সকলের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই দৃষ্টির সীমানার বাইরে৷ ছিনিয়ে আনতে চাই সকলের হৃদয়ের ভালোবাসা; নিজের ব্যবহার ও কর্মের মাধ্যমে।
মিনারুল ইসলাম
শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।
প্রকাশ কাল: ৪ মার্চ, ২০২৩
প্রকাশিত: যায়যায়দিন
আপনার মতামত লিখুন :