গণপরিবহনে ধুমপান বন্ধ করুন


ruhul প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ণ /
গণপরিবহনে ধুমপান বন্ধ করুন

রুহুল আমিন: ধূমপান একটি নিরব ঘাতক। ঘুনপোকা যেমন কাঠকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে, ঠিক তেমনি ধূমপান আমাদের শরীরকে ধীরে ধ্বংস করে ফলে। ধূমপানের ক্ষতি কেবল ব্যাক্তির মাঝেই সীমাবদ্ধ থাকে না, সমাজ ও পরিবারে তথা সামগ্রিক ভাবে এর প্রভাব বিচরণ করে । বর্তমান সময়ে গণপরিবহনে ধূমপান করার ফলে ধূমপায়ীর আশেপাশের যাত্রীরাও পরোক্ষ ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে ধূমপায়ী ব্যাক্তির পাশাপাশি সাধারণ যাত্রীগনও ক্যান্সার, হার্ডঅ্যাটাক,উচ্চরক্তচাপ, রক্তনালির রোগ,হ্রডপিন্ড,লিভার ও ফুসফুসের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তাই জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গন-পরিবহনে ধূমপান বন্ধে সচেতন বৃদ্ধি করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রকাশিত: দৈনিক পূর্বকোণ, বাংলাদেশ বুলেটিন, দৈনিক আযাদী, বাংলাদেশের খবর এবং আলোকিত বাংলাদেশ
প্রকাশকাল: ২১, ২২ জানুয়ারি এবং ২২মার্চ , ২০২২
smoking alokito bangladesh smoking bangladesher khobor 28 01 22 Smoking daily purbokon 21 01 22 smoking doink azadi 27 01 22bangladesher bulatin 22 01 22 smoking