আশিকুর রহমান: স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। প্রতিষ্ঠার ৪৩ বছর পেরিয়ে গেলেও এখনো সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। বর্তমান আধুনিকায়নের যুগেও সাধারণ থেকে শুরু করে ভর্তি, প্রবেশপত্র সংগ্রহ, সনদ উত্তোলনসহ অফিসের বিভিন্ন কাজ করা হয় সনাতন পদ্ধতিতে। তথ্য প্রযুক্তির আধুনিকায়নের সময়ে এসেও এখনো হাতে লিখিত প্রবেশপত্র ব্যবহার করে পরিক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। পরিক্ষার ফি এবং সংশ্লিষ্ট সকল ফি পরিশোধের পরেও যথা সময়ে মেলেনা প্রবেশপত্র। এর জন্য বিভাগ, হল ও প্রশাসনিক দপ্তরসহ ঘুরে হয়রানী হতে হয় শিক্ষার্থীদের। নিদিষ্ট সময়ে প্রবেশপত্র না পাওয়ায় পরিক্ষা দিতে ঝামেলার সৃষ্টি হয়।
এছাড়া একজন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয়পত্র থাকাই যথেষ্ট অথচ আলাদা পরিচয়পত্র প্রদান করা হয়। এখনো কেন্দ্রীয় লাইব্রেরি, সেমিনার লাইব্রেরিতে প্রবেশ, মেডিকেল ও হলের জন্য আলাদা পরিচয়পত্র ব্যবহার করতে হয়। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ ও প্রয়োজনীয় সকল ক্ষেত্রে একটি পরিচয়পত্র প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী সুদৃষ্টি কামনা করছি।
প্রকাশিত: দৈনিক ইত্তেফাক
প্রকাশকাল: ২৫ আগস্ট, ২০২২
লিংক:
https://shorturl.at/bxI28
প্রকাশিত: দৈনিক সমকাল
২৬ আগস্ট, ২০২২
লিংক: https://epaper.sangbad.net.bd/mobile/
আপনার মতামত লিখুন :