ইবির পরিবহন সংকট নিরসন করুন


আশিকুর রহমান প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৩, ৭:২৯ পূর্বাহ্ণ /
ইবির পরিবহন সংকট নিরসন করুন

আশিকুর রহমান: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীর আধুনিক শিক্ষার পাশাপাশি সকল সুযোগ-সুবিধা দেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। ইবি শিক্ষার্থীদের পরিবহন বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ দুই রুটে চলাচল করে। কিন্তু বাসের সংকটের কারনে প্রশাসন কর্তৃক ভাড়া চালিত বাসে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এতে শিক্ষার্থীদের পড়তে হয় নানা ভোগান্তিতে। বিশ্ববিদ্যালয়ের লোগো না থাকায় ভাড়ায় চালিত বেশ কিছু বাসে মাঝপথে সাধারণ যাত্রী উঠা-নামা করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবহণে রাস্তায় ভাড়া উত্তোলন করা হয়। এতে শিক্ষার্থীদের দাড়িয়ে যাওয়া ও সময়মত যাতায়াতে যেমন বিঘ্ন ঘটায় তেমনি বিরক্তির উদ্রেক। চালকরা নিয়মিত রুট প্রদক্ষিণ করতে অনীহা দেখায় এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন নাবালক বালক দিয়েও বাসে ড্রাইভিং ও হেলপারিং করতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের ক্লাসে যথাসময়ে উপস্থিত না থাকা, পরিক্ষার দিনগুলোতে ভোগান্তি, দূ্র্ঘটনার সম্ভাবনা, পরিবহনে সাধারণ যাত্রীর থেকে হেনস্থাসহ বিভিন্ন কলহের সৃষ্টি হয়।
পরিবহণ সংকট দূর করণে উভয় রুটে লোগো সম্বলিত বাস সংযোজন এবং দক্ষ চালক প্রয়োজন। এমতাবস্থায়, পরিবহণ সমস্যা ও সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো তৎপর হওয়া প্রয়োজন।

প্রকাশিত: দৈনিক সমকাল
প্রকাশকালঃ ১৬ এপ্রিল, ২০২২
https://shorturl.at/cLST2

প্রকাশিত: দৈনিক সংবাদ
প্রকাশকালঃ ২০ এপ্রিল, ২০২২
https://epaper.sangbad.net.bd/mobile/

FB IMG 1692062204097