বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধ হোক


আশিকুর রহমান প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ১০:০০ পূর্বাহ্ণ /
বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধ হোক
আশিকুর রহমান: যানবাহন যাত্রীদের যাতায়াত ও মালামাল পরিবহনের মাধ্যম না হয়ে যেন দিন দিন দূর্ঘটনার ফাঁদ হয়ে উঠছে।
সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়ক গুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ যানবাহনের ফিটনেস ঠিক না থাকার পরেও নির্দিষ্ট গতিসীমার বাইরে চলাচল করে সড়ক-মহাসড়কে।
ওয়ার্ল্ড হেলথ র‍্যাঙ্কিং অনুসারে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনাকবলিত ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।
যানবাহন চলাকালীন ড্রাইভারগন ধুমপানসহ বিভিন্ন নেশাজাত দ্রব্য গ্রহনের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, নিজের কর্মদক্ষতা প্রকাশ করতে গতি বৃদ্ধি করেন, অপরের সাথে পাল্লা দেয়া, দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর তাড়া ইত্যাদিসহ নানা কারনে দূর্ঘটনার প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। তাদের অসাবধানতার ফলে অকালে ঝরে পড়ছে অগণিত শিশু, ভবিষ্যৎ জাতির কারিগর সহ বয়োবৃদ্ধরা।
তাই সড়ক দূ্র্ঘটনারোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বেপরোয়া গতিরোধে জরুরী পদক্ষেপ নেয়া উচিত।
প্রকাশকাল: ০৮ ফেব্রুয়ারি, ২০২২
প্রকাশিত: দৈনিক বাংলাদেশ বুলেটিন।
প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি, ২০২২
প্রকাশিত: দৈনিক ভোরের কাগজ।
বুলেটিন লিংক: https://shorturl.at/ptAJ1
FB IMG 1691984983099