জন্মনিবন্ধন যেন এক প্রকার ভোগান্তি
আশিকুর রহমান
প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ৯:৩৯ পূর্বাহ্ণ /
০
পড়া হয়েছে ৮
আশিকুর রহমান: জন্মনিবন্ধন ব্যক্তির প্রাথমিক পরিচয়পত্র। স্কুলে ভর্তি, পরীক্ষা রেজিস্ট্রেশন, পাসপোর্টসহ কিছু ক্ষেত্রে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক। এছাড়াও গুরুত্বপূর্ণ সকল বিভাগে ডিজিটাল জন্মনিবন্ধনের ব্যবহার যেন ক্রমেই বাড়ছে।
কিন্তু সনদ সংগ্রহ করতে যাওয়া ব্যক্তিদের পড়তে হয় হাজারো সমস্যায়। সরকার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে একটি কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার প্রদানসহ একজন প্রশিক্ষিত উদ্যোক্তা নিয়োগ করার পরও সনদ সংগ্রহকারীদের পড়তে হয় নানা ভোগান্তি এবং দুর্ভোগে।
আমরা প্রযুক্তিগত দিকে এগিয়ে থাকলেও ডিজিটালাইজড সনদ প্রদানে এখনো পিছিয়ে। অতিরিক্ত সময়, অর্থ ও উদ্যোক্তার পিছনে ঘুরেও সনদ মিলছে না নির্দিষ্ট সময়ে। কর্মরতদের দায়িত্বে অবহেলা, দুর্ব্যবহার ও অন্যের চাহিদার গুরুত্ব না দেয়াই যেন নিত্যদিনের কাজের অংশ। নির্দিষ্ট দিনে সনদ দিতে চাইলেও একাধিক সময় যোগাযোগ করেও সনদ পাননা ভুক্তভোগীরা। ফলে সনদের অনুপস্থিতি অনেকের কর্মক্ষত্রে প্রবেশে বাধার সৃষ্টি করে।
এই পরিস্থিতিতে বহু শিক্ষার্থীসহ অভিভাবকদের স্কুলে ভর্তি, পরিক্ষায় রেজিস্ট্রেশন ও পাসপোর্ট করতে বেগ পোহাতে হয়। এই সমস্যার সমাধান ও নির্দিষ্ট সময়ে ডিজিটাল জন্মনিবন্ধন সনদ প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২২
প্রকাশিত পত্রিকাঃ বাংলাদেশ বুলেটিন
প্রকাশিত পত্রিকাঃ ভোরের কাগজ
প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২২
প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২২।
প্রকাশিত পত্রিকাঃ যায়যায়দিন।
প্রকাশিত পত্রিকাঃ দৈনিক পূর্বকোণ।
বাংলাদেশ বুলেটিন লিঙ্কঃ https://shorturl.at/jxDT9
আপনার মতামত লিখুন :