ভুঁইফোড় সংবাদ মাধ্যমের বাম্পার ফলন রোধ করুন


আখতার হোসেন আজাদ প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৩, ৭:৫৫ অপরাহ্ণ /
ভুঁইফোড় সংবাদ মাধ্যমের বাম্পার ফলন রোধ করুন

আখতার হোসেন আজাদ: মানুষ জ্ঞানপিপাসু প্রাণী। স্বভাবতই মানুষ জানতে চাই আশেপাশের খবর। বিশ্বের যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পেতে সংবাদ মাধ্যমের কোনো বিকল্প নেই। বর্তমানে প্রযুক্তির কল্যাণে এই সুবিধা হয়ে উঠেছে আরো সহজতর। এক দশক আগেও অনলাইনভিত্তিক সংবাদ পোর্টালগুলোর এতটা প্রচলন ছিলনা। মানুষ কাগজের পত্রিকার জন্য অপেক্ষা করত। আগের দিনের ঘটে যাওয়া ঘটনা কাগজে ছাপা পত্রিকা পড়েই মানুষ জানত। কিন্তু তাৎক্ষনিক খবর জানতে অনলাইন নিউজ পোর্টাল যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে; ঠিক সেইভাবে বেড়েছে ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল। এসব পোর্টালের অধিকাংশ খবর প্রকাশ করা হয় ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক; যার ফলে মানুষ অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যায়। এসব সংবাদমাধ্যমে খবর পাঠিয়ে সমাজে যেভাবে সাংবাদিক বেড়ে উঠছে, এখনই এটি রোধ না করলে কিছুদিন পর ঘরে ঘরে সবাই নিজেকে মিডিয়াকর্মী হিসেবে পরিচয় দিবে। অবিলম্বে কেবলমাত্র নিবন্ধিত অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যমকে খবর প্রকাশের অনুমতি দিয়ে বাকিগুলো বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করছি।

প্রকাশিত: দৈনিক ইত্তেফাক

প্রকাশকাল: ০২ জানুয়ারি, ২০১৯

09 104 1