আখতার হোসেন আজাদ: ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশমাতৃকার বিভিন্ন নায্য দাবী আদায়ে অকাতরে জীবন বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে দেশের নানা স্থানে নির্মিত হয়েছে শহীদ মিনার, স্মৃতিসৌধসহ বিভিন্ন স্মৃতিমূলক স্তম্ভ। বিশেষ দিবস সমূহে এইসব স্থাপনায় কেউ যেন জুতা-সেন্ডেল পরে উঠতে না পারে সে জন্য কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়। অথচ দিবস শেষ হলেই আবার জুতা-সেন্ডেল পরে বিচরণ বা আড্ডা দিতে দেখা যায় সর্বসাধারণকে। দেশের অনেক স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে ‘জুতা-সেন্ডেল পরে উঠা নিষেধ’ এইরকম সতর্কতামূলক বানী দিয়ে সাইনবোর্ডও লেখা নেই যাতে সাধারণ জনগণ সচেতন হতে পারে। শহীদদের আত্মত্যাগের স্মরণে নির্মিত এই স্থাপনাসমূহের পবিত্রতা বজায় রাখতে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা করতে অনুরোধ করছি।
প্রকাশিত: দৈনিক কালেরকণ্ঠ
প্রকাশকাল: ২৩ ডিসেম্বর, ২০১৮
আপনার মতামত লিখুন :