মামুন মিসবাহ: রসায়ন প্রিয় নাকি ছবি আঁকা- এমন প্রশ্নে বিচলিত করা কঠিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে পড়ুয়া সাদিয়া ইসলাম সেতুকে। কেননা, এ দুটোকেই তিনি রাখতে চান একই পাল্লায়। অবশ্য কটমটে এ বিষয়ে পড়াশোনা করা সাদিয়ার রং-তুলির সঙ্গে শখ্য রয়েছে ভীষণ। তাই সময় পেলেই বসে যান ক্যানভাস নিয়ে। প্রবেশ করেন আঁকাআঁকির নিজস্ব জগতে। পড়াশোনা সামলে নিজেকে স্বাবলম্বী করার মন্ত্রে বিশ্বাসী সাদিয়া। তাই দুটোকেই সমানতালে গুরুত্ব দিয়ে এগিয়ে চলছেন সফলতার পথে।
ছোটবেলা থেকেই তাঁর আঁকাআঁকির প্রতি আলাদা একটা ভালোলাগা ছিল। কিন্তু কখনোই কারও থেকে হাতে-কলমে প্রশিক্ষণ নেয়ার সুযোগ হয়নি। এমনকি ইচ্ছা থাকা সত্ত্বেও সুযোগ হয়নি আর্ট স্কুলে ভর্তি হওয়ারও। তাই বলে যে আঁকাআঁকি ছেড়ে দিয়েছিলেন, তেমনটি নয়। পড়াশোনার পাশাপাশি ঠিকই চালিয়ে নিয়েছেন তাঁর শখের কাজ। কখনো নিজে নিজে আঁকতেন অথবা কখনো কোনো বান্ধবীর কাছ থেকে তার আঁকা ছবি দেখে চর্চা করতেন। প্রবল আগ্রহ থেকেই যদি কখনো শুনতেন কেউ ভালো ছবি আঁকেন, তখনই তার কাছে ছুটে যেতেন। খুলে বসতেন তাঁর প্রশ্নের ঝুড়ি। কখনো সুযোগ হলে তাদের থেকে শিখে নিতেন সুন্দর করে আঁকার নতুন নতুন আইডিয়াও। আর সেগুলো কাজে লাগিয়ে এঁকে যেতেন আপন মনে।
তবে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে ওঠার পেছনে নানারকম প্রতিযোগিতার কথা উল্লেখ করে সাদিয়া বলেন, ‘বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রশিক্ষণপ্রাপ্তদের পেছনে ফেলে পুরস্কারও অর্জন করেছি অনেক সময়। যা ছিল আমার এগিয়ে যাওয়ার প্রত্যয়।’
তবে এখানেই থেমে নেই সাদিয়ার কর্মকাণ্ড। পড়াশোনার পাশাপাশি কাজ করে যাচ্ছেন মেকআপ আর্টিস্ট হিসেবেও। ছবি আঁকার পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও তাঁর সুনাম রয়েছে নিজ ক্যাম্পাসে এবং পরিচিতজনদের মাঝে।
প্রকাশিত: দৈনিক বাংলা (২৫.০৭.২০২৩)
https://www.dainikbangla.com.bd/feature/27163
আপনার মতামত লিখুন :