সামিয়া জামান
স্বাধীনতার পর প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি দুটি জেলার সীমান্তে নির্মাণ করা হয়। যার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানটি জেলা শহর থেকে বিশাল দূরত্বে অবস্থান করছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় জেলা শহরে যাতায়াতের জন্য পরিবহন দিয়েছে। কিন্তু ছুটির দিনগুলোতে পরিবহনের সংখ্যা থাকে খুবই কম। একটা অথবা দুটি। অথচ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা ছুটির দিনের জন্য বিভিন্ন কাজ জমিয়ে রাখে, যেগুলো শহর ছাড়া করা সম্ভব না, কিন্তু ছুটির দিনগুলোতে পরিবহন সংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ থাকে না। পরিবহনের সংখ্যা কম হওয়ায় দীর্ঘ ২৩/২৪ কিলো রাস্তা শিক্ষার্থীদের দাঁড়িয়ে যেতে হয়, আবার একটি বাসে তিনটি বাসের সম পরিমাণ যাত্রী ওঠে, এতে জীবনের ঝুঁকি রয়ে যায়। এসব সমস্যা নিরসনে কর্তৃপক্ষের উচিত ছুটির দিনগুলোতেও যথেষ্ট পরিবহন চালু রাখা। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন এবং দ্রুত সমস্যা নিরসন করবেন।
প্রকাশকাল: ৭ নভেম্বর ২০২
দৈনিক ইত্তেফাক
আপনার মতামত লিখুন :