সামিয়া জামান
রেলওয়ের বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ দেওয়া হয়।চুক্তিভিত্তিক কর্মচারীরা দিনের পর দিন দায়িত্ব নিয়মিত পালন করে এলেও তাদের নিয়মিত বেতন নেই। এ চুক্তিভিত্তিক কর্মচারীদের কখনো তিন মাস পরে,কখনো ছয় মাস পরে কখনোবা ১০ থেকে ১১মাস পরে বেতন হয়। এসব কর্মচারীরা তাদের এ সামান্য বেতনের ওপর নির্ভরশীল। সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে প্রতিদিনের ডাল-ভাত জোগাড় করতে হয় এ বেতন থেকে। অনিয়মিত বেতনের কারণে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পরেন জীবন চালাতে গিয়ে। এসব চুক্তিভিক্তিক কর্মচারীদের যেনো নিয়মিত বেতন হয়, সেদিকে রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশকাল: ১৫ নভেম্বর ২০২২
প্রথম আলো
আপনার মতামত লিখুন :