পিডিএফ নয়, সরাসরি বই পড়ার অভ্যাস গড়ুন


Mamun Misbah প্রকাশের সময় : আগস্ট ১৩, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ /
পিডিএফ নয়, সরাসরি বই পড়ার অভ্যাস গড়ুন

পিডিএফ নয়, সরাসরি বই পড়ার অভ্যাস গড়ুন

মামুন মিসবাহ: শেষ কবে বই কিনেছিলাম মনে নেই। তবে, শেষ কবে বই পড়েছিলাম সেটা মনে আছে। করোনার শুরুর দিকে একমাসে একগাদা বই পড়েছিলাম। প্রায় চল্লিশোর্ধ্ব। সবকটা পিডিএফ। বই না কিনে পরিচিত লেখকদের ম্যাসেন্জারে নকও দিয়েছিলাম পিডিএফের জন্য। গুগলের কথা তো না বললেই নয়, ‘পরম বন্ধু’। তাতে সার্চ করে পিডিএফ যোগাড় করেছি। এখনও কিছু পিডিএফ মোবাইলেই রয়ে গেছে। বই পড়ার নেশা খোয়ানোয় পড়ে ওঠা হয়নি বইগুলো।

খুব সহজ হয়ে গেছে পৃথিবী। সহজ হয়ে গেছে জ্ঞানার্জন। হাতের কাছেই সব। ইচ্ছে করলেই ঘুরতে পারছি জ্ঞানের শহরে। ডুব দিতে পারছি ইচ্ছে-স্বাধীন গবেষণার সাগরে। তবুও, কী যেন মিস করছি! আরে হ্যাঁ, মনে পড়ছে, মিস করছি—বহুদিনের জমানো টাকা দিয়ে পছন্দের লেখকের বই কিনে একাগ্রচিত্তে পড়ার মুহূর্ত, লাইব্রেরিতে নিত্যদিনের ভিড় ঠেলে কাঙ্ক্ষিত বই খুঁজে পড়ার উৎসাহ। মিস করছি—কারো বই চুরি করে পড়ে আবার ফিরিয়ে দেয়ার লজ্জাভরা অনূভুতি। ঠিক মিস করছি—বইয়ের আধিক্যে গড়ে তোলা পারিবারিক লাইব্রেরির নির্মল পরিবেশ। পৃথিবী এতো সহজ হওয়ার পরেও কেন এতোকিছু মিস করছি? এখন তো একেকজন বড় জ্ঞানী হওয়ার কথা। অথচ জ্ঞানের অভাবে এখনও আমরা মূর্খতার অথৈ আঁধারে ডুবে থাকি। আসলে এই সহজতা আমাদেরকে দূর থেকে বহুদূরে ঠেলে দিচ্ছে। এই জন্য মোবাইলে বা ল্যাপটপে যখন আমরা কোন বইয়ের পিডিএফ নামিয়ে পড়ি, কিছুদিন পর ওই বইয়ের নামটাও ভুলে যাই। বইয়ের বিষয়বস্তু তো ‘দূর কি বাত’।

আমার কথাই ধরি, করোনায় একমাসে চল্লিশোর্ধ্ব বই পড়েছি। তন্মধ্যে একটা দুইটা বইয়ের নাম ছাড়া বাকি বইয়ের নামগুলোও মনে নেই। যা পড়েছি তা তো কবেই ভুলে বসেছি! আর সেগুলোর পিডিএফও হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। আর যেগুলো বই কিনে পড়েছি বা ধার করে পড়েছি সরাসরি হাতে নিয়ে—সেগুলোর নামসহ ভেতরের মাল-মশলার অধিকাংশ-ই মনে আছে। কারণ, তাতে রয়েছে শ্রমও একাগ্রতার। বইগুলো কাছে থাকায় মনে পড়ে যায় লেখকের বিষয়বস্তু। তাই আজও তা ভোলার মতো না। বাড়িতে গেলে নজরে আসে বইগুলোর নিদারুণ নাম ও পড়ার মূহুর্তগুলো। তাই মনে থাকে। ভেসে ওঠে স্মৃতিপটে। তাই, বইপ্রেমীদের আহ্বান করছি—বই পড়ুন তবে, পিডিএফ নয়। বই কিনে পড়ুন। না হয়—ভিড় জমান লাইব্রেরিতে। জীবনের সৌন্দর্য্য অনুভব করবেন বইয়ের পাতায় পাতায়। পড়াগুলো জমা থাকবে স্মৃতির ডায়েরিতে যুগযুগ ধরে।

প্রকাশিত:
• দৈনিক আজকালের খবর (২৩.০৯.২০২২)
• দেনিক সংবাদ (২৮.০৯.২০২২)
• দৈনিক ইত্তেফাক (০৫.১০.২০২২)
• দৈনিক জনকণ্ঠ (০৮.১০.২০২২)