সামিয়া জামান
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর তথ্য মতে বাংলাদেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। এই গোষ্ঠীকে নিয়ে আমাদের সমাজে এক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত, ফলে তাদের মানসিক এবং শারীরিক সক্ষমতা যার থাকা সত্ত্বেও তারা কোনো কাজ করার সুযোগ পায় না। কাজের সুযোগ না পেয়ে তাদের মাঝে কাজ না করার প্রবণতা চলে এসেছে এবং সেই সঙ্গে বেড়ে চলেছে তাদের উৎপাত। শহরের রাস্তার অলি-গলি থেকে শুরু করে, বাসা-বাড়ি এমনকি মফস্বল এলাকায়ও তাদের উৎপাত । ট্রেন, লোকাল বাস, ট্রাফিক জ্যাম থেকে শুরু করে কোনো একটি জায়গা বাদ যায় না তাদের দৌরাত্ম্য থেকে। সরকারের উচিত তাদের জন্য যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের সৃষ্টি করা, সম্মানের সঙ্গে তাদের কাজের সুযোগ নিশ্চিত করা। প্রশাসনের উচিত এদের এরকম উগ্র আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক কর্মসংস্থানে ফেরানোর জন্য দিকনির্দেশনাসহ কার্যকর পদক্ষেপ নেয়া। এতে সাধারণ মানুষ তাদের হয়রানি থেকে মুক্ত হবে এবং তারাও সম্মানের সঙ্গে উপার্জন করতে সক্ষম হবে, কর্মসংস্থানের সুযোগ পাবে।
প্রকাশকাল: ১৭ অক্টোবর ২০২২
ভোরের কাগজ
আপনার মতামত লিখুন :