অনুভূতির আয়নায় লেখক ফোরাম


আশিকুর রহমান প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৩, ১১:৪৭ অপরাহ্ণ /
অনুভূতির আয়নায় লেখক ফোরাম

আশিকুর রহমান: হে প্রিয়তমা লেখক ফোরাম! তুমি শিখিয়েছো, দ্রোহের বিরুদ্ধে কলম ধরতে; তুমি শিখিয়েছো,
মরিচা ধরা কলমকে শাণিত করতে;
শিখিয়েছো, অন্যের হয়ে নিজেকে বিলিয়ে দিতে।

২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহানুর ইসলাম এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এর জন্ম হলেও শৈশব ও কৈশোর যেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাত ধরে বেড়ে ওঠা। লেখক ফোরামের দক্ষ নেতৃত্ব আর সৃষ্টিশীল কর্মের দ্বারা গড়ে উঠছে হাজারো তরুণ লেখক, ভয়ের সংস্কৃতি ভেঙ্গে গড়ে তুলছে এক সাহসী প্রজন্ম, ভবিষ্যৎ বাংলাদেশ।
সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়, এই স্লোগানের সাথে আমার পথচলার দীর্ঘ ২ বছর। দীর্ঘ ২ বছর ধরেই আমার সেই সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কল্যাণে। সুযোগ দিচ্ছে নিজেকে মেলে ধরার। সমাজের চারপাশের সমস্যা তুলে ধরতে, রাষ্ট্রের জাতীয় সমস্যার সমাধানে অবদান রাখতে, যোগ্য নেতৃত্ব করে নিজেকে একটু একটু করে গড়ে তুলছি লেখক ফোরামের কল্যাণে।
কথায় আছে, অসীর চেয়ে মসী বড়। তাইতো আজ মসী হাতে লড়ে যাচ্ছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের হাতে হাত রেখে।
অন্যায় অবিচারের প্রতি কলম ধরার সাহস পেয়েছি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাথে ২ বছরের এই ছোট্ট যাত্রায়। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের হাত ধরে আমার দেনা-পাওনার হিসেবের খাতায় সমাজকে আমি আমার ছোট জ্ঞানগর্ভে যতোটুকু দেবার মতো আছে তা দেবার চেষ্টা করে যাচ্ছি, পাওনার হিসেবে পেয়ে যাচ্ছি আমার ছোট জ্ঞানগর্ভকে বড় করার সুযোগ, মস্তিষ্ককে উন্নত করার। আমার ক্ষুদ্র চিন্তাধারা প্রকাশ করতে পারছি সমাজের কাছে, অবদান রাখার সুযোগ পাচ্ছি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার দক্ষ নেতৃত্বের বহিঃপ্রকাশ এই লেখক সম্মেলন ও সম্মাননা-২০২৩ অনুষ্ঠান। এটি সাক্ষী হয়ে থাকবে ভবিষ্যৎ নেতৃবৃন্দ ও তরুণ লেখকদের কাছে। অংশ নিয়েছিলেন দেশ বরেণ্য প্রখ্যাত তরুণ লেখক, কলামিস্ট ও শিক্ষকবৃন্দ। যারা ভবিষ্যৎ দেশ গড়ার অন্যতম হাতিয়ার। লেখক সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে দেশের শিক্ষক, বুদ্ধিজীবীদের সাহচর্যে আসাও কম নয়। এইযে এত বড় একটা গোষ্ঠীর মিলনমেলা, এতো বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার’ই অবদান।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের দৌলতে আজ আমি সভ্য সমাজের অংশ। হে প্রিয়তমা লেখক ফোরাম, এই তরুণ লেখক তোমার কাছে ঋণী, তোমার কাছে কৃতজ্ঞ। এছাড়া নানা ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে যারা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠিত করে গেছে, তারা আমাদের শেখর, তাদের অবদান ভোলার নয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি এবং প্রতিটি শাখার সমঝোতা ও মেলবন্ধন আমাকে স্বপ্ন দেখায় একদিন দেশের অন্যতম সেরা সংগঠন হবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

প্রকাশকাল: ৩০ জু্লাই, ২০২৩

প্রকাশিত: দ্বিমাসিক ডাকঘর।

received 2014483258902563 received 827562325648492

সংগঠন বিভাগের আরো খবর

আরও খবর