পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই


Samiya Zaman প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৩, ১১:০৭ অপরাহ্ণ /
পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই

সামিয়া জামান

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। চারপাশে বাহারি রঙের ফুল, লতাপাতা আর পরিছন্ন ক্যাম্পাস যেন পড়াশোনার আদর্শ স্থান। কিন্তু বর্তমানে মফিজ লেক ও সব রাস্তার পাশে ভাগাড়। অপরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়ায় এবং পড়াশোনায় অমনোযোগী করে তোলে। ইবি ক্যাম্পাসে চোখে পড়ে—যেখানে সেখানে কাগজের ঠোঙা, খাবারের পরিত্যক্ত প্যাকেট, প­াস্টিকের বোতলসহ বিভিন্ন আবর্জনা। সেইসঙ্গে ক্যাম্পাসের খেলার মাঠ এবং রাস্তার পাশের ঘাসগুলোও অস্বাভাবিক বড় হয়েছে। এতে শিক্ষার্থীদের চলাফেরার যেমন সমস্যা হয় তেমনি পোকামাকড়ের জন্য ঝুঁকিপূর্ণও বটে। ঘাসের অস্বাভাবিক বৃদ্ধির ফলে ক্যাম্পাসে সাপের উপদ্রব বেড়েছে। বিভিন্ন সময় হলের রুমগুলোতে সাপ ঢোকে। ঘাসগুলো ছোট করার ব্যবস্থা নেওয়া উচিত। কাগজ, বোতল ও জমে থাকা ময়লা পানির কারণে মশার উপদ্রব লক্ষণীয়। শিক্ষার্থীদের সুরক্ষায় এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

প্রকাশকাল: ৬ নভেম্বর ২০২২
দৈনিক ইত্তেফাক