রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী বন্ধ হোক


ruhul প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ /
রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী বন্ধ হোক

রুহুল আমিন: গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানার সাপমারা ইউনিয়নের অন্তর্গত পন্ডিতপুর একটি জনবহুল গ্রাম। এই গ্রামে রয়েছে একটি মাদ্রাসা, কলেজ ও ঈদগাহ মাঠ। এছাড়া গ্রামের মধ্যে রাস্তাটি দিয়ে ১০-১৫ গ্রামের মানুষ প্রত্যেক দিন বৈরাগীহাট এবং ফুলপকুরিয়া বাজারে যাতায়াতের জন্য ব্যবহার করে থাকে। গ্রামের মধ্যে দিয়ে যাওয়া রাস্তাটি গত বছর তিনেক আগে পাকা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বর্ষাকালে গ্রামের রাস্তায় ড্রেনের অভাবে পানি জমে থাকে। ফলে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু স্থানে রাস্তার উপরে গড়ে তুলছে অবৈধ স্থাপনা। গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ এসব কাজে বাঁধা দিলেও অনেকই বাঁধা উপেক্ষা করে এসব স্থাপনা স্থাপন করে যাচ্ছে। মানুষের উচিত রাস্তার জায়গা ছেড়ে এক-দুই হাত দূরে ঘরবাড়ি তৈরি করা। কিন্তু এই গ্রামে প্রতিযোগিতা করে রাস্তার উপর ঘরবাড়ি করার হিড়িক চলছে। কেউ বাঁধা দিলো অযুহাত হিসাবে তুলে ধরেন নানা কথা অমুক বাড়ি করতেছে তাতে সমস্যা নাই আমি করলেই শুধু দোষ, ওর টা আগে ভেঙে দেন তারপর আমাকে নিষেধ করেন। মূল রাস্তার উপর এসব স্থাপনা থাকার ফলে মানুষ এবং বড় যানবাহন চলাচলের ব্যাঘাত ঘটছে। দ্রুত এসব অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে রাস্তার মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং গ্রামের ভিতর ড্রেন নির্মাণ করে হোক। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

প্রকাশকাল: ২০ এপ্রিল এবং ৯ মে , ২০২৩

প্রকাশিত: ইত্তেফাক এবং জনকন্ঠ।

পন্ডিতপুর রাস্তা রাস্তায় অবৈধ স্থাপনা জনকন্ঠ ৫.৯.২৩