রাস্তা তুমি কার?


আখতার হোসেন আজাদ প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ /
রাস্তা তুমি কার?

আখতার হোসেন আজাদ: কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী থানা গেট থেকে শেখপাড়া বাজার পর্যন্ত রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। পাশ্ববর্তী দুই জেলা কুষ্টিয়া ও ঝিনাইদহের মহাসড়ক সংস্কার হলেও সীমানা জটিলতায় ২৫০ মিটার দীর্ঘ রাস্তাটি থাকে বরাবরই অবহেলিত। রাস্তার কার্পেটিং ও ইটের সলিং উঠে যাওয়ায় বিভিন্ন স্থানে গর্ত হয়ে যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি করছে। এ রাস্তায় প্রায়ই পণ্যবাহী ট্রাক-পিকাপ বা যাত্রীবাহী বাস বিকল হয়ে যায়। এতে সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও, কিন্তু দেখার যেন কেউ নেই! গুরুত্বপূর্ণ সড়কটির দ্রুত সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

প্রকাশিত: দৈনিক ইত্তেফাক

প্রকাশকাল: ১৭ ফেব্রুয়ারি, ২০২১

লিংক: https://shorturl.at/CQ349

 

শিক্ষার্থী, লোক প্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া