আখতার হোসেন আজাদ: ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন শেখপাড়া বাজারে কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দোকানদার, স্কুলগামী ছেলেমেয়ে ও জনসাধারণ সবসময় কুকুরের ভয়ে তটস্থ থাকে। প্রায় প্রতিমাসেই দু-একজনকে বেওয়ারিশ কুকুরগুলো কামড় দিচ্ছে। গত সপ্তাহে আমি নিজেই এর শিকার হয়েছি। গভীর রাতে হূষ্টপুষ্ট ও ভয়ংকর চেহারার কুকুরগুলোর দলবদ্ধ ঘেউ ঘেউ ঘুমেরও ব্যাঘাত ঘটাচ্ছে। সর্বসাধারণের নিরাপত্তার জন্য জ্ঞানচর্চার এই কেন্দ্রটির বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজন। এ ব্যাপারে আশু ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশিত: দৈনিক যুগান্তন
প্রকাশকাল: ০৩ ডিসেম্বর, ২০১৮
আপনার মতামত লিখুন :