রুখসানা খাতুন


আখতার হোসেন আজাদ প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ /
রুখসানা খাতুন

রুখসানা খাতুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্য হিসেবে যুক্ত হন। ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিনি শাখার সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এক নজরে:

নামরুখসানা খাতুন ইতি
বিভাগইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষাবর্ষ২০১৯-২০
জেলাসিরাজগঞ্জ
মোবাইল০১৭০০০০০০০০
ইমেইলrukhsanasarkar463@gmail.com
জন্ম তারিখ২৮ জুলাই, ১৯৯৯
ফোরামের সদস্যপদ লাভ২০২০
দায়িত্বসম্পাদকীয় পর্ষদ (২০২২-২৩)
শখছবি আঁকা, গান, ভ্রমণ, বই পড়া